রাজনীতি

‘ভিসির ভবনে হামলা তারেকের নির্দেশনা একই সূত্রে গাথা’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও তারেক রহমানের নির্দেশনা একই সূত্রে গাথা। এরা দুস্কৃতিকারী। তাদের আলাদা করে দেখার কোনো সুযোগ নেই।

Advertisement

তিনি বলেন, বিএনপি হলো একটি পরগাছা দল। অন্যরা যখন আন্দোলন করে তাদের আন্দোলনের ওপর ভর করে বিএনপি আন্দোলনে এগুতে চায়।

আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা ফরিদুন্নাহার লাইলী, আমিনুল ইসলাম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আনোয়ার হোসেন, শামসুন্নাহার চাপা , দফতর উপ কমিটির সদস্য খন্দকার তারেক রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

হাছান মাহমুদ বলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলে ছাত্ররা খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব এডুকেশন আখ্যা দিয়েছেন। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে ছাত্ররা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। এ ঘটনায় রিজভী সাহেবরা খুশি হতে পারেননি।

তারেক রহমান ঢাকা বিদ্যালয়ের একজন শিক্ষককে ফোন করে ছাত্রদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করেছিলেন বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

এফএইচএস/এনএফ/এমএস

Advertisement