দেশজুড়ে

না.গঞ্জে ডিবির হাত থেকে ২ মাদক বিক্রেতা ছিনতাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদক স্পটে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ীকে হাতকড়া পড়ানো অবস্থায় ছিনিয়ে নিয়েছেন তাদের সহযোগিরা। ওই সময় অস্ত্রধারী ডিবি সদস্যদের সঙ্গে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সোমবার রাতে ফতুল্লার মাসদাইর বাজার সংগ্নল মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মাসদাইর বাজার সংগ্নল মসজিদ গলি ও এর আশপাশ এলাকাতে মাদকের স্পট পরিচালনা করে মনিরুজ্জামান ওরফে বন্দুক শাহীন। এর আগেও এই স্থানে ডিবি পুলিশ কয়েক দফা অভিযান চালালেও অধরা ছিল শাহীন। ওই সময়ে পুলিশের অস্ত্র লুটেরও ঘটনা ঘটে। এ স্পটে প্রকাশ্যে নিয়মিত মাদক বিক্রি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান থাকলেও সেটা আইওয়াশ।সোমবার রাতে ওই স্পটে অভিযান চালায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশের একটি দল। তখন শাহীনের উকিল মেয়ের জামাতা সাইফুল ইসলাম (২৮) ও তার সহযোগি শাকিল ওরফে পিচ্চি শাকিলকে (২৪) কয়েক বোতল ফেনসিডিলসহ আটক করে ডিবি পুলিশ। আটকের খবর ছড়িয়ে পড়লে বন্দুক শাহীনের বোন লাভলী, সহযোগি মাহাবুব, মনির ও রবিনসহ আরো কয়েকজন মিলে ডিবি পুলিশের উপর হামলা করে সাইফুল ইসলাম ও পিচ্চি শাকিলকে ছিনিয়ে নেন। ঘটনাস্থলে যাওয়া ডিবির উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম সিকদার জাগো নিউজকে জানান, তাদের একটি দল মাদক উদ্ধার করার জন্য মাসদাইর এলাকায় অভিযান চালায়। এসময় এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মনিরুজ্জামান শাহিন ওরফে বন্দুক শাহীনের লোকজনের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। ঊর্ধ্বতনের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তবে হ্যান্ডকাফসহ আটক দুইজন পালিয়ে গেছেন তথ্যটি সত্য না জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল। তিনি জানান, দুই মাদক বিক্রেতাকে আটকের অভিযান চালানোর সময় তারা পালিয়ে যান।মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস

Advertisement