জার্মান থেকে দেশে ফিরে এসেছেন পটুয়াখালীর মো. হালিম। এসেই নিজের পরিকল্পনা বাস্তবায়নে হাতে নেন বিভিন্ন উদ্যোগ। প্রথমে স্থানীয়ভাবে হাতে তৈরি যন্ত্রের মাধ্যমে শুরু করেন। ক্ষতিকর বর্জ্য থেকে মূল্যবান জ্বালানি ও তেল তৈরি করে অবাক করে দেন এলাকাবাসীকে।
Advertisement
পটুয়াখালী সদর উপজেলার মাদাবুনিয়া ইউনিয়নের মো. হালিম দীর্ঘ ১১ বছর জার্মানিতে ছিলেন। ওয়ার্কশপে কাজের সুবাদে গত ৩ বছর বিভিন্ন কলকারখানা পরিদর্শন করে অভিজ্ঞতা অর্জন করেন। তাই দেশে ফিরে বাস্তব পরীক্ষা চালিয়ে সফল হন তিনি। হালিমের এই অভিনব সাফল্য দেখতে ভিড় করছেন অগণিত মানুষ।
তিনি জানান, এলাকায় ছড়িয়ে থাকা বিভিন্ন পলিথিন ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে নিজস্ব পরিকল্পনায় উদ্ভাবিত যন্ত্রের সাহায্যে একসাথে তৈরি করেন জ্বালানি গ্যাস, তেল ও বিভিন্ন পিচ্ছিলকারক পদার্থ। অর্থনৈতিক সম্ভাবনাময় লাভজনক এ প্রযুক্তি কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে আহ্বান জানান তিনি।
শহরে হালিমের এই প্রযুক্তি বর্জ্য ব্যবস্থাপনার উন্নত মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
Advertisement
এসইউ/এমএস