রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে সাংসদদের প্রচারণার সুযোগ চায় আ.লীগ

স্থানীয় সরকারের সব নির্বাচনে এমপিদের প্রচারণা ও স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ রেখে আচরণ বিধির পরিবর্তন চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।

Advertisement

এইচটি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সঙ্গে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। তবে এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংসদীয় সীমানা ও গণপ্রতিনিধিত্ব আদেশের পরিবর্তন চায় না তাদের দল।

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, উনাদের বক্তব্য শুনে সিইসি বলেছেন, এগুলো কমিশন সভায় পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।

এইচটি ইমাম বলেন, আগামী আদমশুমারির আগে, সংসদীয় সীমানায় পরিবর্তন আনার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। এ সংক্রান্ত পরিবর্তন আনলে আইনি জটিলতার মুখে পড়বে নির্বাচন কমিশন এবং বিক্ষুব্ধরা উচ্চ আদালতের শরণাপন্ন হতে পারেন।

Advertisement

এইচএস/এমআরএম/জেআইএম