হুট করেই সিনেমার মুক্তি। নেই কোনো প্রচার, ছিলো না কোনো আলোচনাও। অবাক করা ব্যাপার হলো, তবুও হলে গিয়েছেন দর্শক। ছবিটি দেখেছেন। কাল বুধবার পর্যন্ত ঢাকার হলগুলোতে দর্শক এসেছে বাপ্পী চৌধুরী অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি দেখতে। জানালেন ছবির পরিচালক শাহনেওয়াজ শানু।
Advertisement
তিনি জানালেন, ‘আমরা ছবিটি আরও পরে মুক্তি দিতে চাইছিলাম। কিন্তু পহেলা বৈশাখের আগের সপ্তাহে ছবিটি মুক্তির জন্য উপযুক্ত মনে করেছি। সাড়াও পেয়েছি ভালো। দেশজুড়ে আন্দোলনের উত্তাপ ছিলো। তবুও হল মালিকরা ছবিটি নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অন্যান্য সময়ের তুলনায় ভালো দর্শক এসেছে ‘পলকে পলকে তোমাকে চাই’ দেখতে।’
তিনি বলেন, ছবিটি নিয়ে হল মালিকরা দ্বিতীয় সপ্তাহেও আগ্রহ দেখাচ্ছেন। এখন পর্যন্ত ৪৩টি হলে মুক্তির সম্ভাবনা রয়েছে। বৈশাখের উৎসবে ছবিটির ব্যবসা আরও ভালো হবে আশা প্রকাশ করছেন এই নির্মাতা।
এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, ‘আমিও শুনেছি ৪৩টি হলে ছবিটি মুক্তি পাচ্ছে। এই সপ্তাহে দুটি নতুন ছবি আসছে। সেগুলোও অনেক আলোচিত। তার ভিড়ে আমাদের ছবিটি প্রতিযোগিতায় যাচ্ছে, এটা বেশ চ্যালেঞ্জিং। আশা করছি প্রথম সপ্তাহের মতোই দ্বিতীয় সপ্তাহেও ছবিটি ভালো যাবে।’
Advertisement
‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে বাপ্পীর বিপরীতে রয়েছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
এলএ/পিআর