জাতীয়

চট্টগ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধনকালে চট্টগ্রামের রাউজান উপজেলার এক নারী গ্রাহক প্রধানমন্ত্রীকে বৈশাখের শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রী তার উত্তরে চট্টগ্রামবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান।

রাউজান উপজেলার বিদ্যুৎ গ্রাহক ও রাউজান কলেজের প্রভাষক শর্ব্বরী দে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রাউজানবাসীর পক্ষ থেকে আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। সেইসঙ্গে পিংক ও গ্রীন সিটি রাউজানে বেড়াতে আসার নিমন্ত্রণ জানাচ্ছি।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাকে, আপনাদের চট্টগ্রামবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ভালো থাকুন।’

Advertisement

শর্ব্বরী দে আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, যে বিদ্যুৎ ছাড়া একদিনও চলে না, সেই বিদ্যুৎ আপনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আপনার নিরলস প্রচেষ্টায় শহর থেকে গ্রাম আজ আলোকিত। কৃষি, বিদ্যুৎ ও স্বাস্থ্য সবক্ষেত্রেই আজ প্রভাব পড়েছে উন্নয়নের।’

এর আগে প্রধানমন্ত্রী রাউজানসহ ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহের ঘোষণা দেন। এর মধ্য দিয়ে দেশে মোট ৫১টি উপজেলা বিদ্যুৎ সরবরাহের আওতায় এলো।

এমবিআর/জেআইএম

Advertisement