বিনোদন

ইউটিউবে দেখা যাবে প্রেমিক ১৯৮২

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া অন্যরকম প্রেমের গল্প নিয়ে নির্মাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রেমিক ১৯৮২’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সত্য (সার্জেন্ট জহুরুল হক হলের) ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন মুনতাসির আকিব।

Advertisement

সরয়ার বাপ্পি ও পূর্বা অভিনীত এই চলচ্চিত্রটি আজ বৃহস্পতিবার (১২ এপ্রিল) থেকে টাইগার মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। ১০ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে থাকছে চিরকুটের ‘এ মন তোমার মনে’ শিরোনামের একটি গান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন চিরকুট ব্যান্ডের জাহিদ নিরব। গানটি লিখেছেন চিৎকার ব্যান্ডের পদ্দ।

বাইসাইকেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি গাজীপুরের কোনাবাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, শহীদ মিনার ও পুরান ঢাকা এবং সার্জেন্ট জহুরুল হক হলে চিত্রায়ন করা হয়েছে।

Advertisement

‘এ মন তোমার মনে’ গানটি শোনা যাবে এই লিংকে :

এলএ/আরআইপি