দেশজুড়ে

পানিতে ফুল ভাসিয়ে বৈসাবি শুরু

বর্ণিল আয়োজনে পাহাড়ে শুরু হয়েছে বর্ষবরণ ও বিদায়ের মহান উৎসব বৈসাবি। বৃহস্পতিবার সকালে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে চাকমা জনগোষ্ঠী উৎসবের প্রথম দিন ‘ফুল বিজু’ পালন করেছেন। অপরদিকে ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষও এদিন পানিতে ফুল ভাসিয়ে পালন করেছেন ‘হারি বৈসুক’।

Advertisement

সকাল ৭টায় রাঙামাটি শহরের রাজবাড়ী ঘাটে চাকমা জনগোষ্ঠীর ফুলবিজুতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। এ সময় অসংখ্য চাকমা তরুণ-তরুণী ও বিভিন্ন বয়সী মানুষ এই আয়োজনে অংশ নেন।

সকাল ৮টায় রাঙামাটি শহরের গর্জনতলি এলাকায় ত্রিপুরা জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন ‘হারি বৈসুকে’। তারাও একইভাবে পানিতে ফুল ভাসিয়ে, ঘর সাজিয়ে, ঐতিহ্যবাহী গড়াইয়া নৃত্য পরিবেশন, বয়ষ্কদের স্নাত ও বস্ত্রদানের মাধ্যমে পালন করেন দিনটি।

আগামীকাল চাকমাদের মূল বিজু, ত্রিপুরাদের ‘বুইসুকমা’ পালিত হবে। আগামী ১৮ এপ্রিল মারমা জনগোষ্ঠীর ‘সাংগ্রাই’ উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ের বর্ষবরণ ও বিদায়ের মহান উৎসব বৈসাবি।

Advertisement

এফএ/আরআইপি