তথ্যপ্রযুক্তি

অনলাইনের ৯৮% গানই নকল

অনলাইনে থাকা ৯৮ শতাংশ গানই নকল বা পাইরেটেড। এমনটাই দাবি করেছেন ভারতীয় অনলাইন মিউজিক সাইট ‘স্যাভন’-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা অনুরাগ গুপ্ত। অন্যান্য খাতের পাশাপাশি মিউজিক শিল্পেও পাইরেসি বা নকল সেবার পরিমাণ বাড়ছে বলে দাবি করেন তিনি। -খবর এনডিটিভিস্যাভন ভারতের একটি শীর্ষস্থানীয় মিউজিক সেবা সাইট। ২০০৯ সালে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাইটটির গ্রাহকসংখ্যা ১ কোটি ১০ লাখ। সাইটটিতে প্রায় ১২টি ভাষার গান রয়েছে। এর মধ্যে ইংরেজি, হিন্দিসহ ভারতের কয়েকটি ভাষা রয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সাইটটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা অনুরাগ গুপ্ত।সাক্ষাত্কারে অনুরাগ সংশ্লিষ্ট খাতে নিজের প্রতিষ্ঠান ও সামগ্রিকভাবে শিল্পটির অবস্থা নিয়ে আলোচনা করেন।অনুরাগ বলেন, মিউজিক শিল্প থেকে নকল পণ্য একেবারে বের করে দেয়া সম্ভব নয়। তবে এগুলো কমিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। কিন্তু আশঙ্কাজনক ব্যাপার হলো খাতটির ৯৮ শতাংশ পণ্যই এখন নকল। সংশ্লিষ্টরা এ বিষয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছেন না বলেও দাবি করেন তিনি।নকল গানের মান খুব বেশি ভালো না হওয়ার কারণে গ্রাহকদের প্রবণতাও পরিবর্তন হচ্ছে। অনুরাগের মতে, ক্রমেই গ্রাহকরা অনলাইন সাইটগুলোর মাধ্যমে গান সংগ্রহের পরিবর্তে বিকল্প পন্থা খুঁজতে শুরু করছেন। ফলে অনলাইন মিউজিক শিল্প বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে। গত পাঁচ বছরে অনলাইন মিউজিক শিল্পে বড় ধরনের পরিবর্তন এসেছে। পাঁচ বছর আগে মোবাইল ডিভাইসের ব্যাপ্তি এতটা ছিল না। আর ইন্টারনেট সেবা খুব বেশি গ্রাহক পেতে না। যারা পেত তাদের ব্যবহার করা সেবার মানও যে খুব ভালো ছিল তা নয়।অনুরাগের বলেন, বর্তমানের অবস্থা সম্পূর্ণই ভিন্ন। এখন বিশ্বব্যাপী বিপুলসংখ্যক মানুষ ইন্টারনেট সেবার আওতায় এসেছেন। আর মোবাইল ডিভাইসের কল্যাণে অনলাইন মিউজিকের মতো ইন্টারনেটভিত্তিক সেবাগুলো প্রসার হয়েছে খুব দ্রুত। এ কারণে অনলাইন মিউজিক বাজার আগের তুলনায় এখন অনেক বড়। ফলে আসল প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অনেক অসাধু ব্যক্তিও খাতটির মাধ্যমে অর্থ হাতিয়ে নিতে তত্পর হয়ে উঠেছে। বাজার বিশ্লেষকদের মতে, আগামী সময়ে খাতটির ব্যাপ্তি বাড়বে। তবে পাইরেটেড কনটেন্টগুলো এ বাজারের ব্যাপ্তি বৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন অনুরাগ।

Advertisement