মঙ্গলবার দুই মৌসুম পর ঘরের মাঠে ফেরাটা সুখকর হয়নি রবীন্দ্র জাদেজা, ফাফ ডু প্লেসিদের জন্য। তাদের দল চেন্নাই সুপার কিংস ম্যাচ জিতলেও, ম্যাচের মাঝে দর্শকসারি থেকে জুতা নিক্ষেপ করা হয় জাদেজা-প্লেসিদের লক্ষ্য করে।
Advertisement
তবে জুতার অভ্যর্থনা পেয়েও চেন্নাইয়ের দর্শকদের প্রতি কোনো রাগ ক্ষোভ নেই ভারতীয় অলরাউন্ডার জাদেজার। তিনি বরং আরও বেশি সম্মান এবং ভালোবাসা প্রকাশ করেন ঘরের মাঠের সমর্থকদের।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই কথা জানান জাদেজা। মাঠের মধ্যে নিক্ষেপিত জুতায় লাথি মারছেন এমন একটি ছবির সাথে জাদেজা লিখেন, ‘তবু এখনো আমাদের সমর্থকদের ভালোবাসা এবং শ্রদ্ধাই বরাদ্ধ থাকছে আমাদের তরফ থেকে।’
কাবেরি নদীর পানি বন্টন বিষয়ে জমে থাকা ক্ষোভের কারণেই মূলতঃ ঘটে জুতা নিক্ষেপের মতো ন্যাক্কারজনক ঘটনা। তবু নিজ দলের সমর্থকদের প্রতি কোনো নেতিবাচক মনোভাব না রেখে বড় মনের পরিচয়ই দিলেন ভারতীয় অলরাউন্ডার।
Advertisement
এসএএস/আইএইচএস/এমএস