আইন-আদালত

চেম্বার বিচারপতির দায়িত্বে মির্জা হোসেইন হায়দার

সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার জজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মির্জা হিসোইন হায়দারকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

Advertisement

বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ নাজমুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ১৫ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটিসহ কোর্টের অবকাশকালে সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের মামলা-সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য চেম্বার জজ হিসেবে বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে মনোনিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারপতি মির্জা হোসেইন হায়দার আগামী ১৫, ২৪ এবং ৩০ এপ্রিল সকাল ১১টা হতে চেম্বার কোর্টে শুনানি করবেন।

Advertisement

প্রসঙ্গত, ১৫ এপ্রিল থেকে ৩ মে সুপ্রিম কোর্ট চলতি বছরে প্রথম দফায় অবকাশে যাচ্ছে। অবকাশকালীন সময়ে আপিল বিভাগের মামলা শুনানি ও নিষ্পত্তিতে চেম্বার জজ ও হাইকোর্ট বিভাগে কয়েকটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। এফএইচ/এএইচ/এমএস