বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২২২ জন শিক্ষককে এমপিওভুক্ত করার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। পৃথক পাঁচটি রিট আবেদনে চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন।
Advertisement
আদালতে আজ রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আলামিন সরকার ও খন্দকার মো. বশির। অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারীরা বেতনের সরকারি অংশ হিসেবে শতকরা ৯০ ভাগ পেয়ে থাকেন। রিট আবেদনকারীদের শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত। এসব প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক-কর্মচারী এমপিও পাচ্ছেন। কিন্তু রিট আবেদনকারীরা বেতনের সরকারি অংশ (এমপিও) পাচ্ছেন না। এ কারণে রিট আবেদন করা হয়। এসব রিট আবেদনে রুল জারি করেন আদালত। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ রায়ে রিট আবেদনকারীদের এমপিও দিতে নির্দেশ দিয়েছেন। তিনি জানান, এর আগে ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজের শিক্ষক মো. সারোয়ার হোসেন, মেহেরপুরের গাংনী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আশরাফ হোসেনহ ২২২ শিক্ষক পৃথক পাঁচটি রিট আবেদন করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে আজ রায় দেন আদালত।
এফএইচ/জেডএ/এমএস
Advertisement