আন্তর্জাতিক

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে নিহত শতাধিক

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্তে শতাধিক আরোহীর প্রাণহানি ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় রেডিও স্টেশনের খবরে জানানো হয়েছে। বুধবার দেশটির রাজধানী আলজিয়ার্সের বোফারিক বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপর সামরিক ওই বিমান বিধ্বস্ত হয়।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাশিয়ার তৈরি বিমানটিতে দুই শতাধিক কিংবা তারও বেশি যাত্রী ছিল। উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

আলজেরিয়ার টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের স্থানে ১৪টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের উদ্ধারের রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

দেশটির রেডিও স্টেশনের খবরে বিমান ইলিশিন আইএল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে। বিমানটির আরোহীরা সবাই সামরিক বাহিনীর সদস্য।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম আলজেরিয়২৪ বলছে, বিমানটি পশ্চিমাঞ্চলের বেচার শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বিমান বিধ্বস্তের স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়ছে। এ ঘটনার পর দেশটির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

Dozens reportedly killed after military plane crashes into a residential area in #Algeria pic.twitter.com/9F59j76kr9

— Press TV (@PressTV) April 11, 2018

এসআইএস/আরআইপি

Advertisement