জাতীয়

সিল্ড সোর্সের নিরাপদ ব্যবহারে জোর দেয়া হচ্ছে : প্রযুক্তিমন্ত্রী

সিল্ড সোর্সের নিরাপদ ব্যবহারে জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী সোমবার রাজধানী ঢাকায় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র (বিএইআরএ) মিলনায়তনে ‘বিশ্ব সিল্ড সোর্স ইনভেন্টরি শীর্ষক ৫ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।এ সময়, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও প্রকৌশলীসহ দেশের বিভিন্ন মেডিকেল, শিল্প প্রতিষ্ঠান, কৃষি, গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭০ জন প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করছেন।বাংলাদেশ পরমাণূ শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রফেসর ড. নঈম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আইএইএ’র বিশেষজ্ঞ ড. মোহাম্মদ মাগরাফি কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে সিল্ড সোর্সের নিরাপদ ব্যবহারের নানাদিক তুলে ধরেন।এসকেডি/আরআইপি

Advertisement