আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

পাকিস্তানের কোয়েটায় অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দুই পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার কোয়েটার একটি সড়কে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। খবর ডন নিউজের।কোয়েটা পুলিশ প্রধান আব্দুর রাজ্জাক চিমা জানান, এ ঘটনায় পুলিশের হামলায় একজন বন্দুকধারী নিহত হয়েছে। এসময় দুই পক্ষের গোলাগুলিতে এক নারী গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।এসআইএস/আরআইপি

Advertisement