নিলামে অবিক্রিত থাকলেও শেষ পর্যন্ত আইপিএলে দল পেলেন নিউজিল্যান্ড তারকা ইশ সোধি। আফগান তারকা জহির খানের ইনজুরিতে কপাল খুলেছে কিউই এই স্পিনারের। আগফান এই স্পিনারের পরিবর্তে রাজস্থান রয়্যালস দলে নিয়েছে কিউই এই লেগ স্পিনারকে। ফলে প্রথমবারের মত আইপিএলে খেলার স্বপ্ন পূরণ হওয়ার পথে র্যাংকিংয়ের চারে থাকা এই স্পিনারের।
Advertisement
জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর থেকেই জহির খানের দিকে নজর ছিল আইপিএল ফ্রাঞ্চাইজির। ভিত্তি মূল্য ২০ লাখ রূপি থাকলেও এর চেয়ে তিন গুণ বেশি দামে এই স্পিনারকে দলে ভিড়িয়েছিল রাজস্থান। তবে ইনজুরির কারণে চলতি আইপিএলে আর খেলা হচ্ছে না এই তারকার। ফলে তার পরিবর্তে কিউই স্পিনার ইশ সোধিকে দলে ভিড়িয়েছে রাহানে বাহিনী।
এদিকে দুর্দান্ত ফর্মে আছেন ইশ সোধি। গত বছর বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ১১ রানে নেন ৬ উইকেট। এছাড়া টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯২ ম্যাচে ১০২ উইকেট নিয়েছেন এই স্পিনার। আর কিছুদিন আগে তার দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করেই ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ড্র করে কিউইরা।
নিউজিল্যান্ডের হয়ে এর আগে ভারতে দুটি সিরিজে খেলেছে সোধি। এছাড়া ২০১৬ টি-টোয়েন্টি কিউই বিশ্বকাপ দলেও ছিলেন এই স্পিনার।
Advertisement
এমআর/জেআইএম