জাতীয়

২৫৩ প্রস্তাব নিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ডিসি সম্মেলন

ডিসিদের ২৫৩ প্রস্তাব নিয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। সম্মেলনে ২৫৩টি সমস্যা চিহ্নিত করে ৬৪টি জেলার ডিসিরা সেগুলো সমাধানের জন্য সরকারের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে। নিয়মানুযায়ী ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে লিখিতভাবে এসব প্রস্তাব আলাদা আলাদা জমা দিয়েছেন ডিসিরা। মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা ডিসি সম্মেলনকে সামনে রেখে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে ২২টি অধিবেশন হবে। এর মধ্যে ১৮টি কার্য অধিবেশন হবে। যেখানে তিন দিনে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। আলোচনায় প্রাধান্য পাবে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচির বাস্তবায়ন, ই-গর্ভনেন্স, স্বাস্থ্যসেবা ও শিক্ষার বিভিন্ন বিষয়। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় সীমান্তে বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরা হয়েছে। পঞ্চগড়, মাগুরা ও শরীয়তপুরের ডিসিদের প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমে পর্যাপ্ত উপকরণ নেই। এ জন্য ঠিকমতো শিক্ষা দেওয়া যাচ্ছে না। এবার সবচেয় বেশি প্রস্তাব এসেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কে ২৫টি। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কে ২৪টি প্রস্তাব দিয়েছেন ডিসিরা।সম্মেলনের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকরা।আরএম/এসএইচএস/এমআরআই

Advertisement