‘পরিবারের কাছে যেতে চায় রোকসানা` শিরোনামে ছবিসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তার পাশে অচেতন অবস্থায় পাওয়া কিশোরী রোকসানাকে (১৫) স্বজনরা খুঁজে পেয়েছেন। রোববার রাতে কমলনগর থানা পুলিশ ওই কিশোরীকে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। কিশোরী রোকসানার মামা শহিদ উল্যাহ জানান, তার ভাগ্নি রোকসানা কিছুটা অসুস্থ (জ্বীন-পরীর আছর আছে বলে তাদের ধারণা)। ঈদের দিন সকাল থেকে রোকসানা নিখোঁজ। অনেক খোজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কিশোরী রোকসানা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের গোবিন্দেরখীল গ্রামের সামবাড়ি’র মৃত আবদুস সোবহানের মেয়ে।এর আগে, ঈদের পরদিন ভোরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় ওই কিশোরী পড়ে ছিল। পরে স্থানীয় আলী আহাম্মদ ও ছায়েরা দম্পত্তি তাকে বাড়িতে আশ্রয় ও প্রাথমিক চিকিৎসা দেন। কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবর পেয়ে কিশোরীকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এনিয়ে সংবাদ প্রকাশিত হলে তার স্বজনরা কমলনগর থানায় ছুটে আসেন।এ ব্যাপারে কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, মিডিয়ার কল্যাণে অচেতন কিশোারীকে স্বজনরা ফিরে পেয়েছে। ওই কিশোরীকে তার মামার কাছে হস্তান্তর করা হয়েছে। কাজল কায়েস/এমএএস/আরআইপি
Advertisement