অর্থনীতি

১৭ শতাংশ লভ্যাংশ দেবে প্রাইম ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের ১৭ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ মে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে প্রাইম ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১৮ পয়সা। এমএএস/এএইচ/আরআইপি

Advertisement