খেলাধুলা

আন্দোলন ছাপিয়ে মাঠে গড়ালো চেন্নাইয়ের আইপিএল

গত বেশ কয়েকদিন ধরেই কাবেরি নদীর পানি বন্টন ইস্যুতে চেন্নাইয়ে চলছিল অস্থিরতা। আইপিএলে চেন্নাইয়ের মাঠের ম্যাচগুলো আয়োজন করতেও ভেটো দেয় তামিল-নাড়ুর ফিল্ম ইন্ডাস্ট্রি। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। তার সাথে একাত্মতা প্রকাশ করেন তামিল-নাড়ুর প্রথম শ্রেণীর আরও ৬০ শিল্পী।

Advertisement

তবে এতো কিছুর পরেও চেন্নাইয়ের মাঠে আইপিএল আয়োজন থামাতে পারেনি আন্দোলনকারীরা। চলমান এই আন্দোলন ছাপিয়ে যথাসময়েই মাঠে গড়ালো আইপিএল। তবে আন্দোলনকারীদের কারণে নির্ধারিত সময়ের চেয়ে তের মিনিট দেরিতে হয় টস।

টস করতে দেরি হলেও নির্ধারিত সময় সাড়ে আটটায়ই মাঠে নামে দুই দল। দীর্ঘ দুই বছর পর চেন্নাইয়ের মাঠে আইপিএল ফেরায় উত্তেজনার কমতি নেই সমর্থকদের মাঝে। ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই ভরে যায় পুরো স্টেডিয়াম। নিজ দলের হলুদ জার্সি পরে, পুরো চিদম্বরম স্টেডিয়ামকে এক হলুদ সমুদ্রে পরিণত করেছেন চেন্নাই সমর্থকেরা।

দুই বছর পর ঘরে ফিরে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই। বল করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই তারা তুলে নেয় কলকাতার প্রথম উইকেট। ঝড় তুলতে গিয়ে আউট হয়ে গেছেন সুনীল নারিন।

Advertisement

এসএএস/আরআইপি