খেলাধুলা

কলকাতা দেরি করে মাঠে আসায় টসে বিলম্ব

চেন্নাইয়ের মাঠে দুই বছর পর আইপিএল ম্যাচ ফেরায় আগ্রহের কমতি ছিল না চেন্নাইয়ের ভক্ত-সমর্থকদের। কিন্তু প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স মাঠে আসতে দেরি করায় অপেক্ষা আরও বেড়ে গেল চেন্নাইয়ের দর্শকদের।

Advertisement

বাংলাদেশ সময় রাত আটটায় টস করতে নামার কথা থাকলেও, আটটা দশ মিনিট পেরুনোর পরেও মাঠে দেখা যায় না দুই দলের অধিনায়ককে। পরে খোঁজ নিয়ে জানা যায়, কাবেরি নদীর পানি বন্টন ইস্যুতে চলমান আন্দোলনের কারণে মাঠে আসতে দেরি হয় কলকাতার খেলোয়াড়দের। ফলে যথাসময়ে টস হয়নি চলতি আসরের পঞ্চম ম্যাচটির।

এরপর আবার দেরি করে বসেন টিভি ক্রুরা। সবমিলিয়ে এক লেজেগোবড়ে অবস্থা তৈরি হয় এই ম্যাচকে ঘিরে।

চলতি আসরে ইতোমধ্যেই নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে দুই দলই। আসরের উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের মাঠে এক উইকেটের রোমাঞ্চকর জয় পায় চেন্নাই আর ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে চার উইকেটে পরাজিত করে কলকাতা নাইট রাইডার্স।

Advertisement

এসএএস/এমএস