খেলাধুলা

হারে শুরু হলেও ঘুরে দাঁড়ানোর আশা ভিলিয়ার্স-কোহলিদের

তারকাখচিত দল গড়ে ব্যর্থতায় ডুবে যেতে জুড়ি নেই রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। প্রতিবারই একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে দল গড়ে তারা, কিন্তু পাওয়া হয় না সর্বোচ্চ সাফল্য।

Advertisement

তারই ধারাবাহিকতায় চলতি আসরের শুরুর ম্যাচেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চার উইকেটের হার দিয়ে নতুন মৌসুম শুরু করেছে কোহলি-ডি ভিলিয়ার্সদের ব্যাঙ্গালুরু। ম্যাচে কোহলি-ডি ভিলিয়ার্স দারুণ একটি জুটি গড়েন। তবে টানা দুই বলে দুইজনের উইকেট পতনের পরই ছন্নছাড়া হয়ে যায় ব্যাঙ্গালুরু। কাঙ্ক্ষিত স্কোর দাঁড় করতে ব্যর্থ হয় দলটি।

পরে সুনীল নারিনের তাণ্ডবের মুখে অসহায় আত্মসমর্পণ করেন ব্যাঙ্গালুরুর বোলাররাও। ফলে পরাজিত দলে থেকেই ম্যাচ শেষ করেন মাত্র ২৩ বলে ৪৪ রান করা ডি ভিলিয়ার্স।

তবে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও চলতি মৌসুমে ভালো কিছু করতে আশাবাদী ব্যাঙ্গালুরু। মঙ্গলবার ভারতের সংবাদ মাধ্যমে ডি ভিলিয়ার্স বলেন, ‘প্রথম ম্যাচটি আমরা ভালো করতে পারিনি। তবে ম্যাচের পরে ভেট্টোরি (ব্যাঙ্গালুরু কোচ) আমাকে ডেকেছিলেন। তিনিও আমাদের মতোই হতাশ হলেও ম্যাচে অনেক ইতিবাচকতা দেখেছেন। আমাদের সামর্থ্যের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন কোচ। আমিও ঘুরে দাঁড়াতে আশাবাদী।‘

Advertisement

গত রবিবার প্রথম ম্যাচ খেলার পর নিজেদের ভুলত্রুটি নিয়ে কাজ করতে পাঁচদিন সময় পেয়েছে ব্যাঙ্গালুরু। আগামী শুক্রবার ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু। এই ম্যাচ দিয়েই ভিলিয়ার্সদের প্রমাণ করতে হবে নিজেদের সামর্থ্য।

এসএএস/এমএমআর/এমএস