চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা নিরসনে ৪১ ওয়ার্ড জুড়ে ২৫ দিনব্যাপী নালা পরিস্কারকরণ ও মশা নিধনে ল্যাবরিসাইড ওষুধ ছিটানোর বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সিটি কর্পোরেশন।
Advertisement
মেয়র আ জ ম নাছির উদ্দীন মঙ্গলবার নগরীর বকশিরহাট বিটের কাছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন নালা পরিষ্কার ও ওষুধ ছিটানোর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগর জুড়ে একটি কমপ্রেহেনসিভ ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের কাজ শুরু করবে। আমরা নগরীর সব নালা-নর্দমায় পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিতকরণে কাজ শুরু করবো। লোক দেখানো নয়, সত্যিকার অর্থে নিয়মিতভাবে ড্রেনেজ সিস্টেম স্বাভাবিক রাখার জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবো।
এ সময় চসিক বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি শৈবাল দাশ সুমন, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Advertisement
এমএমজেড/পিআর