বেসরকারি খাতের এনসিসি ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান এস এম আবু মহসীন ও সোহেলা হোসেন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তারা ব্যাংকের পর্ষদ সভায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে ব্যাংকটি।চেয়ারম্যান এস এম আবু মহসীন ১৯৫২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মহসীন একজন সফল ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা। তিনি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের সদ্য বিদায়ী চেয়ারম্যান। সেই সঙ্গে সেন্ট্রাল হসপিটাল লি. এর একজন পরিচালক। তার অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন কোং লি., ব্রাদার্স অক্সিজেন লি. ইত্যাদি। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, চট্টগ্রাম ক্লাব লি., ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব লিমিটেডের সঙ্গে জড়িত। বর্তমানে চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব এর নির্বাচিত প্রেসিডেন্ট এস এম আবু মহসীন।অপরদিকে সোহেলা হোসেন একজন খ্যাতিমান শিক্ষাবিদ, সমাজ হিতৈষী ও গবেষক। তিনি মীর আকতার হোসেন লিমিটেড, মীর সিমেন্ট লিঃ, মীর কনক্রীট লিঃ এবং মীর রিয়েল এস্টেটসহ আরো অনেক শিল্প প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দেশের একজন সাবেক সিআইপি।সোহেলা হোসেন ১৯৫২ সালে ফরিদপুর জেলার ঝিলটুলিতে এক অভিজাত ও শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যলয় থেকে প্রথম শ্রেণিতে বি এ অনার্স (দর্শন) এবং এম এ ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ঢাকার তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় দু’দশক সুনামের সঙ্গে অধ্যাপনার দায়িত্ব পালন করেন। তিনি বেতার-টেলিভিশনের বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী। এসএ/এসএইচএস/এমআরআই
Advertisement