জাতীয়

‘বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপে অর্থমন্ত্রীর বক্তব্য সরকারের নয়’

‘আগামী অর্থবছর (২০১৮-১৯) থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করা নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য তার ব্যক্তিগত, এটা সরকারের নয়’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Advertisement

মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওবায়দুল কাদের মঙ্গলবার একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভা শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

২০১৮-১৯ অর্থবছর থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর মূল্য সংযোজন কর আরোপের কথা জানান।

Advertisement

সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট একটা সমস্যা। আবার ভ্যাটটা আমরা মেনটেইন করব। কিন্তু সেটা নেব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকদের কাছ থেকে। তারা শিক্ষার্থীদের কাছ থেকে কী নেবে, না নেবে জানি না।’

ওই সময় ফেসবুকে কর আরোপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, আমরা ক্যাবিনেটে এ নিয়ে আলোচনা করেছি। সে মোতাবেক আগামী বাজেটে এসব ব্যবহারের ওপর আলাদা করা আরোপ করা হবে।

তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশনি ফির ওপর কর আরোপ হবেই। ছাত্রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিকরা কীভাবে তা আদায় করবে, সেটা তাদের বিষয়। আমরা এ ব্যাপারে কোনো ছাড় দেব না।’

উল্লেখ্য, গত অর্থবছর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমবারের মতো ভ্যাট আরোপ করেছিল সরকার। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের মুখে তা প্রত্যাহার করতে হয়।

Advertisement

আরএমএম/এমএআর/এমএস