বিনোদন

কলকাতায় পুরস্কৃত ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’

কলকাতার নন্দনে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল তথা এসএএসএফএফে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ক্রিটিকস অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশের ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’। ছবিটির ইংরেজি শিরোনাম ‘স্টেটমেন্ট আফটার মাই পয়েট হ্যাজবেন্ডস ডেথ’, ছবিটি পরিচালনা করেছেন তাসমিয়াহ্ আফরিন মৌ।

Advertisement

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া- এফএফএসআই (ইআ) আয়োজিত এ উৎসব শুরু হয় ৩০ মার্চ, পর্দা নামে ৯ এপ্রিল। শেষদিন ঘোষিত হয় পুরস্কার। ক্রিটিকস অ্যাওয়ার্ড পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা মৌ।

অন্যান্য পুরস্কার পেয়েছে : শর্ট ফিকশনে চিত্রগ্রহণের জন্য স্পেশাল জুরি মেনশন মালায়লাম ভাষায় নির্মিত ‘আই টেস্ট’। জুরি অ্যাওয়ার্ডে ব্রোঞ্জ জিতেছে শ্রীলঙ্কার ত্রিসারা মঙ্গলা বান্দারার ‘আ স্টোরি নোবডি কেয়াস অ্যাবাউট’। ঋত্বিক ঘটক সিলভার অ্যাওয়ার্ড জিতেছে সুধা পদ্মাজা ফ্রান্সিস পরিচালিত ‘আই টেস্ট’। ঋত্বিক ঘটক গোল্ডেন অ্যাওয়ার্ড জিতেছে হিন্দি ভাষায় নির্মিত তরুণ জৈনের ‘মাদার’।

প্রামাণ্যচিত্র বিভাগে ব্রোঞ্জ জিতেছে হিন্দি ভাষায় বিজু টুপু নির্মিত ‘দ্য হান্ট’। সত্যজিৎ রায় সিলভার অ্যাওয়ার্ড জিতেছে সুভা দাস মল্লিকের ইংরেজি-বাংলায় নির্মিত ‘ক্যালকাটা সোনাটা’। সত্যজিৎ রায় গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছে মনিপুরি ভাষায় নির্মিত বব খুরাইজমের ‘ইমা সাবিত্রী’।

Advertisement

এছাড়া সেরা প্রামাণ্যচিত্রের ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতেছে ইংরেজি ভাষায় নির্মিত বর্ণালী রায় শুক্লার ‘লিক্যুইড বর্ডারস’।এ উৎসবে বিভিন্ন দেশের ১৭৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের ২১টি।

এর আগে দেশ-বিদেশের একাধিক উৎসবে অংশ নিয়ে প্রশংসা ও পুরস্কার জেতে ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’। ঢাকায় অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে তারেক শাহারিয়ার বেস্ট শর্টফিল্ম পুরস্কার অর্জন করে ছবিটি। ভারতের মুম্বাইয়ের ১৫তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অর্জন করে জুরি স্পেশাল মেনশন ও বিহারে অনুষ্ঠিত বোধিসত্ত্ব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পায় সিলভার বোধিসত্ত্ব অ্যাওয়ার্ড। পাকিস্তানের ইসলামাবাদে ওম্যান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পায় সেরা ছবির পুরস্কার।

ফ্রান্সের ৩৪তম ত্যুস কুউস ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালে ইন্টারন্যাশনাল কম্পিটিশন বিভাগে ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়।

খনা টকিজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন। চিত্রগ্রহণে ছিলেন ইমরানুল ইসলাম, সম্পাদনা, শব্দ পরিকল্পনা ও গ্রেডিং করেছেন সুজন মাহমুদ, সংগীত পরিচালনা করেছেন এস কে শান। অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল, আলী আহসান প্রমুখ। নেপথ্য কণ্ঠ অভিনয়ে ছিলেন জ্যোতিকা জ্যোতি।

Advertisement

এমএবি/এলএ/জেআইএম