ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায় নিচ্ছেন ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। নন্দিত এ পুলিশ কর্মকর্তার স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. আনোয়ার হোসেন খান।
Advertisement
সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে আনোয়ার হোসেনকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার জারি করা প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথাও বলা হয়েছে। পুলিশ সদর দফতরে যোগদানের আগে আনোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ছিলেন।
পুলিশ সুপার মিজানুর রহমান গত ২০১৫ সালের ৭ জুন ব্রাহ্মণবাড়িয়ায় যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়ায় যোগাদানের আগে তিনি গোপালগঞ্জের পুলিশ সুপার ছিলেন।
Advertisement
ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জেলা পুলিশকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়ার সরকারি শিশু পরিবারের নিবাসী হাবিবা আক্তারের অভিভাবকত্ব গ্রহণ করে তার রাজকীয় বিয়ের আয়োজনের মাধ্যমে দেশজুড়ে ব্যাপক প্রশংসিত হন মিজানুর রহমান।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার গণপরিবহন ব্যবস্থাকে প্রতিবন্ধীবান্ধবকরণ, প্রতিবন্ধী শিশু মৌসুমিকে সুস্থ্য করে তোলা, উত্তরাঞ্চলের বন্যা দুর্গতদের সাহায্যার্থে তহবিল গঠন, ব্রাহ্মণবাড়িয়ার টাউন খাল পরিস্কার ও শহরের জোড়া সেতুর সৌন্দর্যবর্ধনসহ জনকল্যাণে করা আরও বেশ কিছু কর্মকাণ্ড মিজানুর রহমানকে দিয়েছে ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি। তার মানবিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।
গত বছরের ৮ নভেম্বর পুলিশ সুপার থেকে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পান মিজানুর রহমান। তাকে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম
Advertisement