বিনোদন

পহেলা বৈশাখে নুহাশ হুমায়ূনের ‘কাগজখেলা’

নাটক ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মন দিয়েছেন নুহাশ হুমায়ূন। তিনি নির্মাণ করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পেপার ফ্রগস’, যার বাংলা টাইটেল ‘কাগজখেলা’। পহেলা বৈশাখের দিন ছোট পর্দায় প্রচার হবে চলচ্চিত্রটি।

Advertisement

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। জানা গেছে, ১৪ এপ্রিল রাত ৮টায় চ্যানেল আই-এ জেনারেশন এক্সক্লুসিভ প্রিমিয়ার হবে নুহাশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাগজখেলা’র। ১৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির প্রধান দু্ই চরিত্রে অভিনয় করেছেন আনাফ রহমান ও সাঁজবাতি।

সর্বশেষ নভেম্বরে অনুষ্ঠিত ঢাকা লিট ফেস্টে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয়। ভারতে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যালে রোববার প্রদর্শিত হয়েছে ‘কাগজখেলা’।

২০১৭ সালের ঈদুল আজহায় প্রথম টিভি নাটক ‘হোটেল আলবাট্রোস’ দিয়ে ভালোই সাড়া পান নুহাশ হুমায়ূন। নাটকটি কয়েকটি বিভাগে চারুনীড়ম কাহিনী চিত্র পুরস্কারও জিতে নেয়।

Advertisement

এমএবি/এমআরএম/জেআইএম