দেশজুড়ে

চট্টগ্রামে সিএনজি-অটোরিকশা চোরাই চক্রের সদস্য গ্রেফতার

চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকা থেকে সিএনজি অটোরিকশা চোরাই চক্রের সদস্য মোহাম্মদ করিমকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।

Advertisement

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) আইয়ুব উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার তারা গেইট এলাকায় অভিযান চালিয়ে চোরাই সিএনজি অটোরিকশাসহ মোহাম্মদ করিমকে গ্রেফতার করা হয়। ওই এলাকায় সিএনজি অটোরিকশাটি বিক্রির জন্য নিয়ে এসেছিলেন তিনি।’

এ সময় তার সহযোগীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ করিম জানায়, শফিউল বশর মিনহাজ, নুর মোহাম্মদ, মোঃ জসিম তার সহযোগী।

Advertisement

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর মেহেদীবাগ এলাকায় শফিউল বশর মিনহাজের বাসায় অভিযান চালানো হয়।

এ সময় তার বাসা থেকে দুটি মোটরসাইকেলের কাগজপত্র, ছয়টি বিভিন্ন ব্র্যান্ডের হাত ঘড়ি, ১৯ টি ভ্যানিটি ব্যাগ, সিএনজি অটোরিকশার ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার পরিবর্তনের বিভিন্ন যন্ত্রাংশ ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মোহাম্মদ করিম, শফিউল বশর মিনহাজ, নুর মোহাম্মদ, মোঃ জসিম তিন ব্যক্তির নামে বায়েজিদ থানা এএসআই মোহাম্মদ সাহেদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

আবু আজাদ/এসআর/জেআইএম

Advertisement