জাতীয়

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা : ঢামেক থেকে আজ বাড়ি ফিরবেন এ্যানী

নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় আহত অালিমুন নাহার এ্যানীর শারীরিক ও মানসিক অবস্থা অনেকটা ভালো থাকায় আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেয়া হবে তাকে। অাগামী সপ্তাহে তার ছাড়পত্র পাওয়ার কথা থাকলেও ফিজিক্যালি ও মেন্টালি বিহ্যাবিয়র ভালো থাকায় অাজই তাকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেয়া হবে।

Advertisement

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢামেকের বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ফিজিক্যালি ও মেন্টালি বিহ্যাবিয়র ভালো থাকায় এবং অারও কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে সবকিছু ঠিক থাকলে সকালের দিকে এ্যানী ঢামেক থেকে বাড়িতে ফিরবেন। তার শরীরিক সমস্যার চেয়ে মানসিক সমস্যাটা বেশি ছিল। স্বামী ও একমাত্র সন্তান হারানোর শোকে তিনি ভেঙে পড়েছিলেন। এখন তিনি মোটামুটি সুস্থ রয়েছেন। তবে চলে যাওয়ার পর আরও কিছুদিন তাকে ফলোআপে রাখব আমরা।

উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস ২১১। এতে নিহত হন ৫১ জন, যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। আহত হন আরও ১০ বাংলাদেশি। তাদের মধ্যে তিনজনকে বিদেশে নিয়ে যাওয়া হলেও দেশে আনা হয় সাতজনকে।

তাদের মধ্যে শাহিন ব্যাপারী নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিঙ্গাপুরে নেয়া হয় কবির হোসেন নামে একজনকে। ঢামেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন মেহেদী হাসান, কামরুন্নাহার স্বর্ণা, শেখ রাশেদ রুবায়েত ও শেহরিন অাহমেদ।

Advertisement

এসএইচ/বিএ