খেলাধুলা

সাকিবদের ১২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে স্কোরটা খুব বেশি বড় নয়। রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা বলতে গেলে দাঁড়াতেই পারেনি সানরাইজার্স হায়দারবাদের বোলারদের সামনে। সাঞ্জু স্যামসন আর রাহুল ত্রিপাথি মিলে একটা শক্ত অবস্থান তৈরির চেষ্টা করেছিলেন; কিন্তু সাকিব আল হাসানের সামনে সেটাও টিকলো না। উড়ে গেলো তাদের সেট করা জুটি। সাজানো বাগান।

Advertisement

টস হেরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয় রাজস্থান রয়্যালস। জিততে হলে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদকে করতে হবে ১২৬ রান। মজার বিষয় হলো, রাজস্থানের কোনো ব্যাটসম্যানই ছক্কা মারতে পারেনি তাদের ইনিংসে।

দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন সাঞ্জু স্যামসন। ৫টি বাউন্ডারির মার মারেন তিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন শ্রেয়াস গোপাল। ১৭ রান করেন রাহুল ত্রিপাথি। ওপেনার আজিঙ্কা রাহানে করেন ১৩ রান।

সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের মধ্যে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব আল হাসান। সিদ্ধার্থ কাউলও নেন ২ উইকেট। তিনি দেন ১৭ রান। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক এবং রশিদ খান।

Advertisement

আইএইচএস/বিএ