খেলাধুলা

নতুন দলে সেই পুরনো সাকিব

ঠিকানা বদলালেও বদলাননি সাকিব আল হাসান। নিজের নামের প্রতি সুবিচার করে দুর্দান্ত বোলিং করেছেন সানরাইজার্সের জার্সি গায়ে নিজের প্রথম ম্যাচেই। নির্ধারিত চার ওভারের কোটার প্রথম তিন ওভারে কোনো উইকেট না পেলেও শেষ ওভারে আঘাত হানেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

Advertisement

টসে জিতে আগে বল করতে নামা হায়দরাবাদের ইনিংসের তৃতীয় ওভারেই বল করার জন্য ডাক পড়ে সাকিবের। পাওয়ার প্লে’র মধ্যেই নিজের কোটার দুই ওভার করে ফেলেন সাকিব। ইনিংসের ১৪তম ওভারের মধ্যেই ৪ ওভারের কোটা শেষ করেন তিনি। ২৩ রানের বিনিময়ে নেন দুই উইকেট।

নিজের প্রথম ওভারের দুই বল ডট দেয়ার পর, তৃতীয় বলেই এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারি মেরে দেন রাজস্থান অধিনায়ক আজিঙ্কা রাহানে। পরের দুই বলে আরও দুইটি সিঙ্গেল নিয়ে ওই ওভারে ছয় রান তোলেন রাহানে এবং সাঞ্জু স্যামসন।

পাওয়ার প্লে’র শেষ ওভারে নিজের দ্বিতীয় ওভার বল করতে আসেন সাকিব আল হাসান। সেই ওভারের দ্বিতীয় বলে উইকেট ছেড়ে বেরিয়ে চার মেরে দেন স্যামসন। ওভারের বাকি চার বলে আর মাত্র দুই রান। দুই ওভারে ১২ রান দেন সাকিব। পাওয়ার প্লে’র ছয় ওভারে ৪৮ রান করে রাজস্থান।

Advertisement

উইকেটের খোঁজে থাকা সাকিব ইনিংসের দশম ওভারে আসেন নিজের তৃতীয় ওভার বল করতে। ওভারের প্রথম চার বলে মাত্র চারটি সিঙ্গেল নিতে সক্ষম হন স্যামসন এবং রাহুল ত্রিপাথি; কিন্তু শেষের দুই বলে ফিল্ডারদের ব্যর্থতায় আরও চার রান পেয়ে যায় রাজস্থান। তিন ওভারে ছয়টি ডট বলে ২০ রান খরচা করেন সাকিব, উইকেটের খাতা থেকে যায় শূন্যই।

ইনিংসের ১৪তম ওভারে নিজের শেষ ওভার করতে এসেই সোনার হরিণের দেখা পেয়ে যান সাকিব আল হাসান। আগের তিন ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের পুরস্কারস্বরুপ, চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই উইকেট পেয়ে যান সাকিব। ছক্কা মারতে গিয়ে লং অন বাউন্ডারিতে ধরা পড়েন রাহুল ত্রিপাথি। দুই বল পর আবারও ছক্কা মারতে যান আরেক সেট ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। তিনি ধরা পড়েন এক্সট্রা কভার অঞ্চলে, ডাইভ দিয়ে দারুণ ক্যাচ ধরেন রশিদ খান।

আগের তিন ওভারে বিশ রান দিয়ে উইকেট শূন্য থাকা সাকিব নিজের শেষ ওভারের পাঁচ বলের মধ্যেই মাত্র দুই রানের বিনিময়ে নিয়ে নেন দুই উইকেট। চার ওভারে মাত্র তেইশ রান খরচায় দুইটি মূল্যবান উইকেট নেন সাকিব।

এসএএস/আইএইচএস/এমএস

Advertisement