ভারতের হিমালয় প্রদেশের কাংড়া জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে স্কুলবাস পড়ে ২৬ শিশু শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে হিমাচল-পাঞ্জাব সীমান্তের নুরপুর এলাকার প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি।
Advertisement
স্থানীয় উদ্ধারকর্মীরা বলছেন, ওয়াজির রাম সিং পাঠানিয়া মেমোরিয়াল পাবলিক নামের বেসরকারি একটি স্কুল ছুটি হওয়ার পরে শিক্ষার্থীদের নিয়ে বাসটি যাত্রা শুরু করে। পরে নুরপুর এলাকা পাহাড়ি রাস্তার বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গভীর খাদে পড়ে যায় স্কুলবাসটি।
দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরা (এনডিআরএফ) রাজ্যের রাজধানী শিমলা থেকে ২২০ কিলোমিটার দূরের নুরপুর শহরের দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। বাসে আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থীকে বের করে আনা হয়েছে।
সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ অ্যাজেন্সি বলছে, নিহত শিক্ষার্থীদের সবাই পঞ্চম শ্রেণির। নিহতদের পরিবারকে পাঁচ লাখ করে টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
Advertisement
এসআইএস/এমএস