জন্মগতভাবে হার্টফুটো ৮ মাস বয়সী তাহমিদের। অথচ অভাবের কারণে চিকিৎসা করাতে পারছেন না তার বাবা-মা। তাহমিদ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুনসুর নগর ইউনিয়নের বকসিকোনা গ্রামের দিনমজুর আমান মিয়া ও ছামিনা বেগম দম্পতির সন্তান।
Advertisement
৮ মাস আগে দিনমজুর আমান মিয়ার ঘর আলো করে আসে শিশু তাহমিদ। কিন্তু সেই আলো আর বেশী দিন টেকেনি তার ঘরে। জন্মের কিছুদিন পরই অসুস্থ হয়ে পড়ে তাহমিদ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার জানিয়েছেন তাহমিদের জন্ম থেকেই হার্ট ফুটা। ইতোমধ্যে তার চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে দিনমজুর আমান মিয়ার। বর্তমানে তিনি নিঃস্ব।
আমান মিয়া জাগো নিউজকে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন ঢাকায় নিয়ে চিকিৎসা করাতে হবে তাহমিদকে। এ জন্য নাকি ৩ লাখ টাকা খরচ হতে পারে। অথচ আমার কাছে কোনো টাকা নেই। তাহমিদের মা ছামিনা বেগম জাগো নিউজকে জানান, টাকার অভাবে কি আমার ছেলেকে বাঁচাতে পারবো না, বিত্তবানরা এগিয়ে এলে হয়তো বেঁচে যাবে ছেলেটি আমার। তাহমিদের বিষয়ে আরও জানতে ফোন করতে পারেন তার বাবার নম্বরে ০১৭০৫-০৮১৪৬১।
রিপন দে/এমএএস/এমএস
Advertisement