জামায়াত আর আলেম কখনো এক হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলা কার্যালয়ের মাধ্যমে দাওয়াতভিত্তিক অনুষ্ঠানমালার অংশ হিসেবে সোমবার নড়াইল, মাগুরা, যশোর, রাজবাড়ি জেলায় আয়োজিত অনুষ্ঠানে মহাপরিচালক এসব কথা বলেন। তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম সবসময় আলেম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ১৯৭১ সালে জামায়াত স্বাধীনতাযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। যারা স্বাধীনতাবিরোধী তাদের পক্ষে আলেম সমাজ থাকতে পারে না।’তিনি বলেন, জামায়াত-শিবির দেশকে একটি সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্র বানিয়ে ইসলামের সুমহান মর্যাদা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই ইসলামের চরম শত্রু মওদুদী দর্শনের হীন রাজনীতির কবল থেকে দেশকে মুক্ত করতে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এসব অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, দেশের খ্যাতিমান ইমাম, আলেম-উলামা, পীর-মাশায়েখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসকেডি/আরআইপি
Advertisement