ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও পদ্ধতি নিয়ে প্রশ্ন করার এখতিয়ার কারও নেই বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অত্যন্ত স্বচ্ছ ও জবাবদিহিতামূলক। এই পরীক্ষা নিয়ে কারও কোনো প্রশ্ন থাকতে পারে না। এটা নিয়ে প্রশ্ন তুলতে পারে অ্যাকাডেমিক কাউন্সিল।রোববার শিক্ষামন্ত্রীর এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করানো হয়। আমাদের নির্ধারিত আসনের বিপরীতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী পাস করলেও আমরা তাদেরকে ভর্তি করাতে পারবো না। এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই।’তিনি বলেন, ‘যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেছে তারা কেউ অযোগ্য নয়। কিন্তু আমাদের আসন সীমিত হওয়ার কারণে শিক্ষার্থী বাদ দেয়ার জন্যই ভর্তির পরীক্ষার ব্যবস্থা।
Advertisement