ক্যাম্পাস

দুপুরের মধ্যে আটকদের ছেড়ে দেয়ার দাবি

আটককৃত ছাত্রদের আজ দুপুরের মধ্যে ছেড়ে দেয়ার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন অধিকারের প্রশ্নে আন্দোলন বলে আখ্যা দিয়েছেন তারা।

Advertisement

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা বলেন, আজ সোমবার দুপুরের মধ্যে আটক সব আন্দোলনকারীকে মুক্তি দেওয়া না হলে সারা দেশে দাবানল ছড়িয়ে পড়বে। সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা এই আন্দোলনে যুক্ত হবেন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খান সাংবাদিকদের বলেন, আমরা পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলতে চাই, যারা আন্দোলন করছেন, তারা আপনার ভাই বা সন্তানের মতো। তারা কারও বিরুদ্ধে আন্দোলন করছেন না। তারা অধিকারের প্রশ্নে আন্দোলন করছেন। তাই আজ দুপুরের মধ্যেই আটক ব্যক্তিদের মুক্তি দেন।'

এ সময় সংগঠনের আরেক যুগ্ম আহ্বায়ক নুরুল হকও সেখানে উপস্থিত ছিলেন।

Advertisement

এদিকে চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানেক্স ভবনের সামনে (কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীতে) মানববন্ধন করছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসে গতকাল যে ঘটনা ঘটেছে, তা লজ্জাজনক। শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ নই। তাই এখানে তারা প্রতিবাদ জানাতে এসেছেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যে দাবি, তা যৌক্তিক। এটা সরকারের মেনে নেওয়া উচিত।'

এমএইচ/এসআর/পিআর

Advertisement