দেশজুড়ে

বরিশালে বস্তিবাসীদের জন্য ইন্টারনেট সেবা চালু

বরিশাল নগরীর বস্তি প্রধান কেডিসি (আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনী) এলাকার সুবিধা বঞ্চিত মানুষকে তথ্য সেবা দিতে ‘ডিজিটাল তথ্য প্রযুক্তি সেবা কেন্দ্র’ চালু করেছে সিটি কর্পোরেশন। সোমবার দুপুর ১২টার দিকে সিটি মেয়র আহসান হাবিব কামাল স্কাইপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘সিটি ডিজিটাল সেন্টারের’ উদ্ধোধন করেন। সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আসমা আক্তার জানান, সিটি ডিজিটাল সেন্টারে বাংলা ও ইংরেজি কম্পোজ ও প্রিন্ট, কম্পিউটার প্রশিক্ষণ, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, ছবি তোলা ও স্ক্যানিং, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল ও নম্বর পত্র এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম সংগ্রহ ও পূরণ করতে পারবেন আগ্রহীরা। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য সিটি ডিজিটাল সেন্টার ভাড়া দেয়া এবং দেশ-বিদেশে অবস্থানরতদের সাথে এ সেন্টার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলতে পারবে কলোনীর বাসিন্দারা। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র কেএম শহীদুল্লাহ, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাইফ আমীন/এসএস/এমআরআই

Advertisement