‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘শিক্ষা দিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’, ‘কোটাপ্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’ স্লোগানে প্রকম্পিত এখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আকাশ বাতাস। ক্লাস বর্জন করে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা।
Advertisement
এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। তবে পূর্ব ঘোষিত কোর্স ফাইনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে বলে পরীক্ষা নিয়ন্ত্রক দফতর নিশ্চিত করেছে।
কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ইবিতেও ক্লাস বর্জন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা মীর মশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান সড়কে উঠতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বাধা দেয়। এ সময় তারা মিছিল নিয়ে আবারও ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করতে থাকেন।
এ আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। পরে আবারও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা প্রধান ফটকে অবস্থিত ‘বঙ্গবন্ধুর’ মুর্যালের পাদদেশে অবস্থান করেন।
Advertisement
এ প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা প্রধান ফটকের ভেতরে অবস্থান করছেন। এ সময় পুলিশ সতর্ক পাহারায় প্রধান ফটকের বাইরে অবস্থান নিয়েছে।
ফেরদাউসুর রহমান সোহাগ/এফএ/জেআইএম