হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। রোববার দিবাগত রাতে এ সোনাসহ তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম মো. রনি (৩৭)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়। উদ্ধার করা সোনার ওজন প্রায় দুই কেজি হবে যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা হবে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান।শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, রাত সোয়া ১২টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন রনি। তাঁর সঙ্গে দুটি সোনার বার ছিল। বার দুটি অন্য একজনকে দেওয়ার চেষ্টাকালে বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে তাঁকে আটক করেন শুল্ক গোয়েন্দারা।
Advertisement