খেলাধুলা

সাকিববিহীন ‘নতুন’ কলকাতার সামনে অন্যরকম চ্যালেঞ্জ

২০১১ সাল থেকে গত ছয় মৌসুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু চলতি মৌসুমে আর তাকে দলে রাখেনি কেকেআর কর্তৃপক্ষ। ঠিকানা বদলে সাকিব এখন হায়দরাবাদে, কলকাতার চেহারাও নেই আগের মতো।

Advertisement

২০১২ এবং ২০১৪ সালের আইপিএল শিরোপাধারীরা গত তিন মৌসুমে পারেনি সাফল্যের মুখ দেখতে। এই তিন মৌসুমে সাকিবও খেলেছেন মাত্র পনেরটি ম্যাচ। তবু নতুন আসরে বিগত ব্যর্থতা ঝেড়ে ফেলতে বিশ্বসেরা অলরাউন্ডারকেও দল থেকে বাদ দিয়েছে কেকেআর, একই সাথে তাদের দলে নেই দুইবারের শিরোপাজয়ী অধিনায়ক গৌতম গম্ভীরও।

নতুন অধিনায়ক দীনেশ কার্তিকের অধীনে রবিবার রাতে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা। ম্যাচে তাদের প্রতিপক্ষে টুর্নামেন্টের সবচেয়ে হতভাগা দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যারা কিনা তিনবার ফাইনালে খেললেও, শিরোপার দেখা পায়নি একবারও। প্রতিবারের মতো এই আসরেও শিরোপা জেতার প্রত্যয়েই নামবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

আইপিএলের প্রথম তিন মৌসুমে ব্যর্থতার বৃত্তে আটকে থাকা কলকাতাকে চতুর্থ মৌসুমে উদ্ধার করেন গৌতম গম্ভীর। পরের চার মৌসুমের মধ্যেই জেতান দুইটি শিরোপা। গত তিন আসরের দুইবার তার নেতৃত্বে প্লেঅফ খেলে কলকাতা। কিন্তু চলতি আসরে গম্ভীরের সাবেক দল দিল্লির আবদারে তাকে ছেড়ে দেয় কিং খানের দল। নতুন অধিনায়কের দায়িত্ব চাপানো হয় ৩২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকের কাঁধে।

Advertisement

ক্যারিয়ারের প্রায় শেষ দেখে ফেলা কার্তিক নতুনভাবে এগুনোর অনুপ্রেরণা পান কলকাতার অধিনায়কত্ব করার দায়িত্ব পেয়েই। শ্রীলংকায় অনুষ্ঠেয় নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচের শেষ বলে ছক্কা মেরে ভারতকে চ্যাম্পিয়ন করেন কার্তিক। এই একই ধারাবাহিকতা বজায় রেখে আইপিএলেও ভালো কিছু করতে প্রত্যয়ী কলকাতার নতুন এই অধিনায়ক।

নতুন অধিনায়কের সাথে সাথে বদলে গিয়েছে কলকাতার চেহারাও। একঝাঁক তরুণের সাথে নতুন সব খেলোয়াড় নিয়ে গড়া এবারের কলকাতার স্কোয়াড। রবিন উথাপ্পা, ক্রিস লিন, পীযুশ চাওলা, আন্দ্রে রাসেল এবং সুনিল নারিন ছাড়া স্কোয়াডের বাকি কারোরই কেকেআরের জার্সিতে খেলার অভিজ্ঞতা নেই। তাই নতুন দল নিয়ে নতুন অধিনায়কের অধীনে নতুন এক চ্যালেঞ্জই অপেক্ষা করছে বাংলাদেশি সাকিব আল হাসানের সাবেক দলের সামনে।

নিজেদের প্রথম ম্যাচে রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা। ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনস।

কলকাতা স্কোয়াড: দীনেশ কার্তিক (অধিনায়ক), রবিন উথাপ্পা, কুলদ্বীপ যাদব, সুনিল নারিন, পীযুশ চাওলা, নিতীশ রানা, টম কুরান, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, কামলেশ নাগরকোটি, শিভাম মাভি, শুভমান গিল, ক্যামেরন ডেলপোর্ট, মিচেল জনসন, বিনয় কুমার, রিঙ্কু সিং, ইশাঙ্ক জাগি, জ্যাভন সিরলেস, অপূর্ব ওয়াংখেড়ে।

Advertisement

এসএএস/এমএমআর/পিআর