কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে শাহবাগের ফুল ব্যবসায়ীদের ওপর। আন্দোলনকারীদের ভয়ে এলাকার ফুল ব্যবসায়ীরা দোকান বন্ধ দিয়েছেন। দোকান বন্ধ করে আতঙ্কের মধ্যে সময় পার করছেন তারা।
Advertisement
একাধিক ফুল দোকানের মালিক বলেন, আন্দোলন শুরু হওয়ার পর নিরাপত্তার কারণে দোকান বন্ধ করে দিয়েছি। শাহবাগের চারপাশে রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে, এ কারণে ফুল ক্রেতারা দোকানে আসতে পারছেন না।
তারা বলেন, আমাদের কষ্ট কেউ দেখার নেই। আন্দোলন করছে শিক্ষার্থীরা আর দোকান বন্ধ আমাদের। দোকান বন্ধ থাকায় আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো।
কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে রোববার দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। হাজার হাজার শিক্ষার্থী বর্তমানে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।
Advertisement
এমএইচএম/বিএ/পিআর