জাতীয়

বাধার মুখে জলকামানের গাড়ি থানার ভেতর

রোববার বিকেল সোয়া ৪টা। শাহবাগ থানার ভেতর থেকে বের হলো জলকামান। সঙ্গে সঙ্গে থানার গেটে হাজির হলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুয়ে পড়লেন জলকামানের গাড়ির সামনে।

Advertisement

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তাদের বুঝিয়ে সরে যেতে অনুরোধ করলে কয়েকজন উত্তেজিত হয়ে বলেন, প্রয়োজনে হলে গুলি খাবো কিন্তু পিছু হটবো না। আমরা সহিংস নয়, শান্তিপূর্ণ আন্দোলন করবো।

এ সময় কয়েকজন জাতির জনকের ছবি বুকে রেখে জলকামানের সামনে বসে পড়েন। কিছুক্ষণ পর জলকামানটি ব্যাক গিয়ার দিয়ে থানার ভেতর প্রবেশ করে।

সরেজমিনে দেখা গেছে, টিএসসির সামনে থেকে যানবাহন ফিরিয়ে দিচ্ছে পুলিশ। শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে শাহবাগ সিগন্যাল থেকে থানা গেট দিয়ে পথরোধ করে রেখেছেন।

Advertisement

এর আগে দুপুর দেড়টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিলে মিছিলে কর্মসূচিস্থলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি কোটা বিলুপ্ত নয়, যৌক্তিক সংস্কার।

এমইউ/বিএ/জেআইএম