কলকাতায় ‘সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত হয়েছে । শনিবার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আয়োজিত হয়।
Advertisement
সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। সভাপতিত্ব করেন কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।
তারানা হালিম বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের সময় আমরা দেখেছি, রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ সবই ছিল। এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের ও বিচারের পথ রুদ্ধ করা হয়েছিল। যুদ্ধাপরাধীদের সংসদ সদস্য করা হয়েছিল ওই সময়।
বিএনপি-জামায়াতের সময় বিভিন্ন জঙ্গি শিবিরের উত্থান হয়েছিল। সেই সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হয়ে পড়েছিল ভীত স্বন্তস্ত্র। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলো, তখন আমরা প্রমাণ করেছি আমরা বঙ্গবন্ধুর নির্দেশিত অসাম্প্রদায়িক চেতনার পথ ধরেই চলেছি।
Advertisement
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা কোনোও ব্লাড ব্যাংকে গিয়ে হিন্দুর রক্ত কিংবা মুসলিমের রক্ত চাই না। মানুষ সবাই সমান। মানুষে মানুষে ভেদাভেদ নেই।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। তিনিও বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উপ-হাইকমিশনার প্রথম সচিব মোফাকখারুল ইকবাল সূচনা বক্তব্যে বলেন, জাতির জনক স্বাধীনতার ঘোষণা করেছিলেন তখন কলকাতার ১৬টি দৈনিক পত্রিকা একযোগে সেই খবর প্রকাশ করেছিল।
এমআরএম
Advertisement