দেশজুড়ে

ইংরেজি দ্বিতীয়পত্রে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১৬৮৪ জন

এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে রাজশাহী শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ৬ শ ৮৪ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ১৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

শনিবার সকাল ১০টা থেকে বিভাগের আট জেলার ১৯৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন পরীক্ষায় বোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ৬৮৪ জন। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আনারুল হক প্রামানিক জানান, ইংরেজি দ্বিতীয়পত্রে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৬ হাজার ৭৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৪ হাজার ৩৯৪ জন। অনুপস্থিত ছিল এক হাজার ৬৮৪ জন।

পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর জানিয়েছে, শনিবারের পরীক্ষায় সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল রাজশাহীর ৩৯ কেন্দ্রে, ৩৭৮ জন। এরপর যথাক্রমে সিরাজগঞ্জের ২৮ কেন্দ্রে ২৭৫ জন, বগুড়ার ৩১ কেন্দ্রে ২৪৯ জন, নওগাঁয় ২৬ কেন্দ্রে ২০২ জন, পাবনার ২৫ কেন্দ্রে ১৮৩ জন, নাটোরের ২০ কেন্দ্রে ১৫৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ কেন্দ্রে ১৫৫ জন এবং জয়পুরহাটের ১৪ কেন্দ্রে ৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে, এ বছর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৪১ হাজার ২৭৮ জন। এর মধ্যে ৭৭ হাজার ৪২৩ জন ছেলে এবং ৬৩ হাজার ৮৫৫ জন মেয়ে। এবার বিজ্ঞানে ৩৪ হাজার ৬৯৬ জন, মানবিকে ৮৫ হাজার ১৫৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২১ হাজার ৩৫৭ জন পরীক্ষায় অংশ নিচ্ছে।

Advertisement

ওআর/এমআরএম