বিশ্বকাপ মানেই বিশাল এক যজ্ঞ। যখন যে দেশেই হোক- বিশ্বকাপ ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নানা জাতি, নানা বর্ণের মানুষের সমারোহ। কোটি কোটি ফুটবলপ্রেমীর উপস্থিতি। এক বিশ্বকাপে বদলে দেয় একটি দেশের শহরগুলোর চেহারা।
Advertisement
বিশ্বকাপের ডামাডোলে অনেকের আবার পোয়াবারো। বিশেষ করে হোটেল ব্যবসায়ীদের। খাবার ও আবাসিক হোটেলগুলো এ সুযোগে বাড়িয়ে দেয় তাদের ভাড়া। এক-দেড় মাসে কামিয়ে নেয় কয়েক বছরের লাভ।
অনেক সময় আবার অতি লোভে তাঁতি নষ্ট হয়। এই যেমন, বিশ্বকাপ সামনে রেখে ভাড়া বাড়াতে গিয়ে জরিমানা গুনতে হচ্ছে রাশিয়ার কয়েকশত হোটেলকে। ইতিমধ্যে ৫৪০ হোটেলকে জরিমানা করা হয়েছে রাশিয়ায়। দেশটির ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক একটি সংগঠন ৫৪০টি হোটেল চিহ্নিত করেছে, যারা বিশ্বকাপ সামনে রেখে বাড়িয়ে দিয়েছে ভাড়া।
রাশিয়ান ফেডারেল এজেন্সি ফর কনজুমার রাইট প্রোটেকশন শুক্রবার বিবৃতিতে বলেছেন, ‘বিশ্বকাপ উপলক্ষ্যে অতিথি ও দর্শকদের জন্য ১১,৩৮৮ টি স্থান নির্ধারণ করা হয়েছে। নিয়ম লঙ্ঘনের দায়ে হোটেলগুলোকে করা জরিমানার পরিমান ৪.৪ মিলিয়ন রুবল।
Advertisement
আগামী ১৪ জুন থেকে ১৫ জুলাই বিশ্বকাপ ফুটবল হবে রাশিয়ার ১১ শহরের ১২ ভেন্যুতে।
আরআই/আইএইচএস/আরআইপি