আন্তর্জাতিক

পাঞ্জাবে সন্ত্রাসী হামলা : উচ্চ সতর্কতা জারি

ভারতের পাঞ্জাবে সন্ত্রাসীদের সঙ্গে চলমান বন্দুকযুদ্ধে পাঞ্জাব গোয়েন্দা পুলিশের এসপি বালজিত সিংসহ সাত জন নিহত হওয়ার ঘটনায় পাঞ্জাব এবং পার্শ্ববর্তী হরিয়ানা ও চন্ডিগড় জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে দেশটি।এর আগে পাঞ্জাবে সন্ত্রাসীদের সঙ্গে চলমান বন্দুকযুদ্ধে নিহত হন পাঞ্জাব গোয়েন্দা পুলিশের এসপি বালজিত সিং। সবমিলিয়ে অভিযানে নিহত পুলিশের সংখ্যা তিন। এছাড়া তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। খবর- বার্তা সংস্থা এএনআই এর ফলে পাঞ্জাব এবং পার্শ্ববর্তী হরিয়ানা ও চন্ডিগড় জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সরকারের মন্ত্রী ভেঙ্কায়াহ নাইডু জানিয়েছেন, অভিযান শেষ হলে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লোকসভায় বিবৃতি দেবেন।টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, অভিযানে সেনাদের পাশাপাশি, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড এবং স্পেশাল ফোর্সের কমান্ডোরা যোগ দিয়েছেন। অভিযানে আহত পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা পাঁচ মিনিট পর পর এলোপাথারি গুলি চালাচ্ছে।

Advertisement

 

# পাঞ্জাবে থানায় সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত ৮আরএস/এমআরআই