দেশজুড়ে

পরীক্ষাকেন্দ্রে দীর্ঘসময় থাকায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর!

এইচএসসি পরীক্ষা চলাকালে দীর্ঘ সময় কেন্দ্রে অবস্থান করায় চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ডিগ্রি কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেছে একদল পরীক্ষার্থী।

Advertisement

শনিবার দুপুর ১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক জেলা প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেন। এ কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি পরিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল। চাঁদপুর সদর উপজেলার ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুধু ফরক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

পরীক্ষা শুরুর আগে থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা অবস্থান করে বিভিন্ন হল পরিদর্শন করেন। ঠিক এক ঘণ্টা পর চাঁদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার অভিষেক দাশকে দায়িত্ব দিয়ে কেন্দ্র থেকে বেরিয়ে যান কানিজ ফাতেমা।

Advertisement

এরপর পুরো দুই ঘণ্টা হল পরিদর্শন করেন সহকারী কমিশনার অভিষেক দাশ। নির্ধারিত সময়ে কোনো অপ্রীতিকর বা নকল কার্যক্রম না হলেও বেশ কয়েকজন পরীক্ষার্থী কেন্দ্রের বাইরে গিয়ে সহকারী কমিশনারের গাড়ি ভাঙচুর করে। গাড়ি চালক তাদের বাধা দেয়ার চেষ্টা করেও গাড়িটি রক্ষা করতে পারেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সভাপতি সুজিত রায় নন্দি।

এ বিষয়ে সহকারী কমিশনার অভিষেক দাশ বলেন, পুলিশের সামনেই শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর করেছে। কারণ আমি দুই ঘণ্টা কেন্দ্রে অবস্থান করেছি।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। হঠাৎ করে শিক্ষার্থীরা কেন ক্ষুব্ধ হবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

এএম/জেআইএম