বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আসছে। তাই বৈশাখের মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে এখন ব্যস্ত জেলা খেলাঘর আসরের শিল্পীরা। বরাবরই পহেলা বৈশাখ উদ্যাপন ও মঙ্গল শোভাযাত্রার দায়িত্ব পালন করে খেলাঘর আসরের ভাই বোনেরা।
Advertisement
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ স্মৃতি পাঠাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখা গেল খেলাঘরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভাই-বোনদের জটলা। সবাই ব্যস্ত পহেলা বৈশাখ বরণের প্রস্তুতি নিয়ে। রং-তুলিতে রাঙাচ্ছে নির্মিত প্রতীক। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় একেক একটি প্রতীক হয়ে উঠছে অনন্য। পহেলা বৈশাখের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা।
কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক আমিনুল ইসলাম আকন বলেন, খেলাঘর আসরের আয়োজনে পটুয়াখালীতে চার দিনব্যাপী কারু কর্মশালা শুরু হয়েছে। যা ১০ এপ্রিল পর্যন্ত চলবে। এ বছর মঙ্গল শোভাযাত্রার স্ট্রাকচারে থাকছে পেছা, বাঘ, বানর, সিংহ, প্রজাপতি, শিশু হরিণ, ক্যাপা পুতুল। লোকজ হাতি আর শান্তির প্রতীক পায়রা। এ বছর মঙ্গল শোভাযাত্রার প্রায় ১৫০টা আইটেম থাকছে।
কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক এম আসলাম লিটন বলেন, আসলে এখানে সবাই বানাতে পারে এমন উপকরণ আমরা নিয়েছি। এখানে মূলত ফেলে দেয়া কাটুন ব্যবহার করা হয়েছে। স্ট্রাকচারে বাসের বাতা দিয়ে ফ্রেম করে খবরের কাজ লাগিয়ে তার উপরে রং করা হয়।
Advertisement
খেলাঘর আসরের ছোঁয়া, আঁখি ও স্বর্ণা বলেন, সবার সঙ্গে কাজ করতে পেরে খুব আনন্দ লাগছে। পহেলা বৈশাখে আমাদের হাতে তৈরি আনন্দ র্যালির সরঞ্জামাদিগুলো উৎসবের কেন্দ্র বিন্দুতে থাকবে ভেবে অনেক ভালো লাগছে।
জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান বলেন, ১৯৮৯ সাল থেকে পহেলা বৈশাখের দিন প্রতিবছর শহীদ আলাউদ্দিন শিশু পার্ক থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পাঠাগারে গিয়ে শেষ হয়। এ বছর মঙ্গল শোভযাত্রার শ্লোগান হচ্ছে ‘মানুষ ভজাল সোনার মানুষ হবি’। এই শোভযাত্রায় খেলাঘর আসরের ভাই বোনেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেবেন। এ শোভাযাত্রায় থাকে বিভিন্ন প্রতীকী শিল্পকর্ম, যা বাঙালি সংস্কৃতির পরিচয় বহন করে।
দক্ষিণা খেলাঘরের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান দিপু বলেন, এখানে খেলা ঘরের ভাই-বোনরা নবীন হলেও তাদের কাজের দক্ষতা দেখে তা বোঝার উপায় নেই। মঙ্গল শোভাযাত্রা সফল করতে ওরা দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/জেআইএম
Advertisement