ক্যাম্পাস

ঢাবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব

নির্বাক শব্দেরা মুখরিত হোক মুক্তির আলোয় আলোয়’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক মাইম (মূকাভিনয়) উৎসব।

Advertisement

রোববার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হয়ে উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। উৎসবের উদ্বোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন আয়োজক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের (ডুমা) প্রতিষ্ঠাতা সভাপতি মীর লোকমান।

তিনি বলেন, বর্ণাঢ্য এ উৎসবে অংশ নিচ্ছে জাপান, আমেরিকান নিউ মাইম থিয়েটার, সার্বিয়া, ইরান, জার্মানি, নেপাল এবং ভারতের দুটি দল। এ ছাড়াও অংশ নেবে দেশের মূকাভিনয় চর্চারত ১৫টি দল।

Advertisement

আয়োজকরা জানান, গিনেস রেকর্ড সৃষ্টির লক্ষ্যে ৫০০-১০০০ মানুষ একসঙ্গে মূকাভিনয় করবে টিএসসিতে। তিন দিনের এ আয়োজনে থাকছে মূকাভিনয়ের ওপর কর্মশালা, সেমিনার, স্কুল ও কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকসনের সভাপতি খায়রুণ বাশার, সাধারণ সম্পাদক সানাউল হক সানী প্রমুখ।

এমএইচ/এএইচ/আরআইপি

Advertisement